সন্তানের জন্য ছুটে গিয়ে সড়কে ঝরে গেল বাবার জীবন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

রাজধানীর চকবাজারে বুয়েটের সামনে বকসী বাজার মোড়ে রাস্তা পার হতে গিয়ে দুই বাসের মাঝে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত দেরটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জহিরুল হক পাবনার ঈশ্বরদী উপজেলার বাবু পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার দুই ছেলের মধ্যে ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি।
জহিরুলের বোন সিনথিয়া আক্তার জানান, আমার ভাইয়ের ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। গতকাল রাতের দিকে ছেলেকে ঢাকা মেডিকেলে দেখতে আসার পথে বুয়েট ও বকশীবাজারের মাঝামাঝি রাস্তা পারাপারের সময় দুই বাসের মধ্যে চাপায় গুরুতর আহত হন আমার ভাই জহিরুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জহিরুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।
এসডি/