দৈনিক জনবাণীতে সংবাদ প্রকাশের পর দুই ভূমি কর্মকর্তা বরখাস্ত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

সাতক্ষীরায় ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত দুই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেলা প্রশাসক।
বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের বরখাস্ত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৭ মে নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযানকালে ঘুষের টাকা ডাস্টবিনে লুকিয়ে রাখেন কর্মকর্তা আব্দুল মুকিত। এ নিয়ে জানতে চাইলে যুমনার ক্যামেরা দেখে দৌঁড়ে পালান এই কর্মকর্তা। এদিকে গুণে গুণে টাকা নেয়া তালার খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিহাব আলীকেও বরখাস্ত করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম জানান, দুইজন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান থাকবে। তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তদন্তকারী কর্মকর্তাদের নিকট লিখিতভাবে জানানোর আহ্বানও জানান তিনি।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভেড়ামারায় কমান্ডো স্টাইলে গুলিবর্ষণ, গ্রামবাসীর প্রতিবাদ

নড়াইলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্ত্রী সহ ডাকাত দলের সর্দার গ্রেফতার

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

অবশেষে সেই দূর্নীতিবাজ অধ্যক্ষ সাত্তার বরখাস্ত
