নাভারনে যশোর-বেনাপোল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইওয়ে পুলিশের অভিযান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫১ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


নাভারনে যশোর-বেনাপোল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইওয়ে পুলিশের অভিযান
ছবি: প্রতিনিধি।

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা-নাভারন অংশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ি। 

 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


পুলিশ জানায়, মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো যানজট ও দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দোকানদার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিল এবং নাভারন বাজার এলাকায় রাস্তার পাশে থ্রি-হুইলার, ভ্যান ও অটোরিকশা দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখায় চলাচলে বিঘ্ন ঘটছিল। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


ওসি রোকনুজ্জামান বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। মহাসড়ককে দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।


অভিযানে আরও উপস্থিত ছিলেন এএসআই ওবায়দুর, এএসআই ইউসুফ, কনস্টেবল সরোয়ার, তানভীর, হাসিদুল, সাব্বিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এসডি/