পুলিশের পোশাকে ডাকাতি, সরঞ্জামাদিরসহ আটক ২
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩২ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পড়ে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের প্রধানসহ দুইজনকে আটক করা হয়েছে। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (২৯ আগস্ট) সকালে মোল্লাহাট এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলেন- ডাকাত দলের প্রধান ও নরসিংদী জেলার মাদবদি উপজেলার তারা মিয়ার ছেলে মো: রিয়াজ (৩০) এবং অপরজন গাজীপুর জেলার সদর উপজেলার সাইদলু হোসেনের ছেলে আল আমিন (৪০)। তাদেরকে রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরও ৫/৬জন অভিযানের সময় পালিয়ে যায়। তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন : জ্ঞান ফিরেছে নুরের
রামপাল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টায় জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টায় পুলিশের পোশাক পড়ে সংঘবদ্ধ একটি দল ডাকাতি করে। এসময় ওই বাড়ি থেকে তারা নগদ ৫ লাখ টাকাসহ স্বর্নলংকার ডাকাতি করে পালিয়ে যায় তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৭টায় ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়। এসময় এই ডাকাত দলের ৫/৬জন পালিয়ে যায়।
তিনি বলেন, এসময় আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল হ্যাকিং ডিভাইস, দুটি ককটেল, চার সেট পুলিশের পোশাক, ডাকাতি করা ৫ লাখ ১৬ হাজার টাকা, গ্রিলড ও গ্যাস কাটার ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার (৩০ আগস্ট) বাগেরহাট জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান রামপাল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
এসএ/