মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রাসহ ৮ বাংলাদেশি আটক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ভায়াগ্রা ট্যাবলেট ও অবৈধভাবে সীমান্ত পারপারের সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: মহেশপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ১৫ আহত
শনিবার (৩০ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বিভিন্ন স্থানে এসব অভিযান চালায়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,শনিবার ভোরে মাটিলা সীমান্তের লেবুতলা গ্রাম থেকে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪৯২ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। একই দিন সকাল পৌনে আটটার দিকে মাধবখালী সীমান্ত থেকে উদ্ধার করা হয় আরও ২৪ বোতল ফেন্সিডিল।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) নতুনপাড়া সীমান্তে দুটি পৃথক অভিযানে ৩১৯ ও ১৩২ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। অন্যথায় শনিবার ভোর সাড়ে সাতটার দিকে শ্রীনাথপুর সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৮ জনকে আটক করে বিজিবি।
আরও পড়ুন: মহেশপুরে বাঁধে আটকা পানি, ডুবে গেছে শত বিঘা ধান
তাদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে বিজিবির কড়া নজরদারি অব্যাহত থাকবে।
এসডি/