প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫


প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
ছবি: প্রতিনিধি

পাবনার সুজানগরে প্রেমঘটিত বিষয় নিয়ে উপজেলা বিএনপির বিবাদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।


বুধাবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ও দুপুর ২ টায় দুই দফায় সুজানগরের বাজারে এই সংঘর্ষ হয়। এ ঘটনায়, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। 


পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, সুজানগর উপজেলা বিএনপির নেতা আব্দুল রশিদ খাঁর ছেলে ছাত্রদল নেতা সবুজ খাঁর একটি মেয়ের সাথে প্রেম করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রউফ শেখের অনুসারীরা নন্দিতা সিনেমা হলের সামনে সকালে সবুজকে ধরে মারপিট করেন। পরবর্তীতে দুপুরে সবুজ তার অনুসারী ও আত্নীয়স্বজনদের নিয়ে এসে রউফ শেখের অনুসারীদের ধাওয়া করেন। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, এলোপাথারী গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। 


এদের মধ্যে কয়েকজনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, জাবেদ শেখের ছেলে আব্দুল রউফ শেখ( ৫০), শুকুর আলীর ছেলে ইয়াকুব (৩৩), আজাহার আলীর ছেলে তুষার ( ৪০), সিদ্দিকের ছেলে সুজন ( ৪৫) , আব্দুল হালিমের ছেলে আসলাম ( ৪২)  ও মনজেল ( ৪৫) ভর্তি করা হয়।  পরবর্তীতে দু'জনের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 


সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মুজিবুর রহমান বলেন, বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ঘটনার ঘটেছে। বেশ কিছু ব্যাক্তি আহত হয়েছে বলে আমরা শুনেছি।  তাৎক্ষনিক ঘটনাস্হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।


এসডি/