শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৫


শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।


বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শুনেছি শ্রীমঙ্গলের হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ হারিয়েছেন ৪ জন তরুণ। 


মৃতরা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান।

 

জানা যায়, সেপটিক ট্যাংকে মোবাইল পড়ে যাওয়ার পর একজন তা তুলতে যায়। এরপর একে একে আরও ৪ জন যায় এবং সবাই অচেতন হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।



মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল  বলেন, যে ৪জনকে গভীর রাতে নিয়ে আমার কাছে নিয়ে এসেছিল সবাই মৃত ছিল। পরে রবি বুনার্জী নামে একজনকে নিয়ে আসে তাকে আমরা সিলেট ওসমানি হাসপাতালে রেফার্ড করি। আত্মীয়দের কাজ থেকে পাওয়া তথ্য মতে জেনেছি ওরা সেপটিক ট্যাংকে নেমেছিল। 


তিনি আরো বলেন, এক রিঙের একটা সেপটিক ট্যাকে এতো টক্সি গ্যাস কী করে জমলো যে একে একে চার জন একসাথে প্রাণ গেল -এটা ঠিক ক্লিয়ার করে বুঝা যাচ্ছে না। গ্যাস পয়জটিংও হয়ে থাকতে পারে। 


পোর্টমর্টেমের পর বিস্তারিত জানা যাবে বলে জানান মৌলভীবাজার ২৫০শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল। 


এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


এসডি/