সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫


সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল
ফাইল ছবি।

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার বাধ্যবাধকতা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 


বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।


এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে সরকারি কর্মকর্তা, এমনকি উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করার একটি অপ্রাতিষ্ঠানিক নিয়ম চালু ছিল। এই প্রথাকে প্রশাসনিক কর্তৃত্ববাদ ও সামন্তবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করে বর্তমান সরকার তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।


উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও জানানো হয়, মন্ত্রিসভার জারি করা প্রটোকল নির্দেশিকাগুলোতেও ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা আগামী এক মাসের মধ্যে প্রটোকল বিধিমালা পর্যালোচনা করে সংশোধনের সুপারিশ দেবেন।


এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ না ডেকে ‘মিস্টার’ বা ‘মিস’ বলা যথেষ্ট।


অনেক নাগরিক ও সামাজিক সংগঠন এই সিদ্ধান্তকে প্রশাসনের মানবিকীকরণ ও আধুনিকীকরণের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, তাই তাদের সঙ্গে সমতার ভিত্তিতে আচরণ করাটাই শোভন।


আরএক্স/