ফেনীতে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৩ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫


ফেনীতে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

ফেনী জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত বছরের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যে সেনাবাহিনী সব ধরণের প্রস্তুতি কার্যক্রম গ্রহণ করতে শুরু করেছে।


বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: অবসরপ্রাপ্তদের জন্য বিআরটিসি’র দরজা সবসময় খোলা


এদিকে, টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্পে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন এবং লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহৃত হবে।


এর আগে, বুধবার (০৯ জুলাই) ফেনী জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।


আরও পড়ুন: উপদেষ্টা পরিষদের সভায় দু’টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন


এ ছাড়া জরুরি পরিস্থিতিতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সঙ্গে একটি সমন্বয় সভা করেছে।


বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা সব সময় জাতির যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে জনগণের পাশে রয়েছে।


প্রয়োজনীয় সহায়তার জন্য ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের বন্যা মনিটরিং সেলের হেল্পলাইন নম্বর ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।


এমএল/