শিল্পী ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

লালনগীতির জনপ্রিয় কন্ঠশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম বেগম খালেদা জিয়া। দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন বেগম জিয়া।
শুক্রবার (১১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়া অসুস্থ ফরিদা পারভিনের আরোগ্য কামনা করেছেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী: শামসুজ্জামান দুদু
শায়রুল কবির জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পাঠিয়ে চিকিৎসাধীন বরেণ্য লালন শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বিএনপি চেয়ারপারসন।
এছাড়া এমন একজন গুণী শিল্পীর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

রাজধানীর মিটফোর্ডের হত্যাকাণ্ড ‘পৈশাচিক’: মির্জা ফখরুল

আ. লীগের খুনের দায় হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপির দায় আপনার ঘাড়ে

জামায়াতের সুযোগ নেই, তবে এনসিপির জন্য দরজা খোলা: সালাহউদ্দিন
