নুরের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১৪ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


নুরের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শনিবার (৩০ আগস্ট) বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এ কর্মসূচি শুরু হবে। সকালে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।


আরও পড়ুন: নুরের সর্বশেষ অবস্থা জানালো ঢাকা মেডিকেল


ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিমসহ শীর্ষ নেতারা।


এ ঘটনার আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানান।


আরও পড়ুন: সার্বিক পরিস্থিতিতে জরুরি বৈঠকে পুলিশ কর্মকর্তারা


তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বহু নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশের পাশাপাশি তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


গোলাম পরোয়ার বলেন, দেশের পরিবর্তনের মুহূর্তে এ ধরনের হামলা ন্যক্কারজনক ও অনভিপ্রেত। একইসাথে তিনি হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এএস