গুমের দায়ীদের বিচারে বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

জোরপূর্বক গুমকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে এর জন্য দায়ীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে বিশ্বব্যাপী ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: নুরের ওপর হামলা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত: শিবির সভাপতি
তারেক রহমান লিখেছেন, জোরপূর্বক গুম একটি বিশ্বব্যাপী সমস্যা এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। বিশেষ করে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা এবং রাজনৈতিকভাবে সংঘাতপূর্ণ অঞ্চলে এই ধরনের অমানবিক ঘটনা ঘটে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থাগুলি প্রায়শই বিরোধী আন্দোলন বা ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এই নিষ্ঠুর কৌশল ব্যবহার করে।
তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে গুমের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭ শতাধিক মানুষ গুম হয়েছেন। কিন্তু একটিও মামলার বিচার হয়নি।
আরও পড়ুন: আহত নুরকে দেখে যে প্রশ্ন তুললেন মঈন খান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে গুম প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ জন্য ইতোমধ্যে ‘জোরপূর্বক গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে।
তারেক রহমান বলেন, গুম আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুসারে এটি মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে। এ কারণে ন্যায়বিচার নিশ্চিতে বিশ্বব্যাপী সংহতি জোরদার করা প্রয়োজন।
আরও পড়ুন: মেরুন টি-শার্টধারী ব্যক্তির পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান
তিনি গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করে প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে এ ধরনের ঘটনা বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন প্রণয়ন করা হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনা হবে।
এএস