মেরুন টি-শার্টধারী ব্যক্তির পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ফ্যাসিবাদবিরোধী মিছিল চলাকালে গণঅধিকার পরিষদের ওপর হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ফ্যাসিবাদবিরোধী মিছিল চলাকালে গণঅধিকার পরিষদের ওপর হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনায় সংগঠনটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনার সময় মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে হামলাকারীদের মধ্যে বিশেষভাবে সক্রিয় দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তিনি গণঅধিকারের নেতাকর্মীদের ওপর নির্দয়ভাবে আঘাত করছিলেন। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রশ্ন ওঠে, আসলে কে এই ব্যক্তি?
শনিবার (৩০ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, মেরুন টি-শার্ট পরিহিত ওই ব্যক্তি আসলে পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বরও (৯৭১৭১৯৭২৪৩) প্রকাশ করেন রাশেদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এই ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা চালিয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যেভাবে বলা হচ্ছে যে সে নুরকে মারধর করেছে- তা সঠিক নয়। ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের সঠিকভাবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
এএস








