ঢামেকে আহত নুরকে দেখতে গেলেন বিএনপি নেতা ড. মঈন খান

আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢামেকের আইসিউতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিউতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে তিনি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নুরের জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হাসপাতাল থেকে বের হয়ে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, “২৪ আগস্ট থেকে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চালিয়ে আসছে। সেই আন্দোলনে নুরুল হক নুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাউকে জোর করে দমন করা যাবে না। বাংলাদেশে যেন এ ধরনের হামলা আর না ঘটে, আমরা সে লক্ষ্যে কাজ করব। গণতন্ত্র ফিরিয়ে আনা হবে, যেখানে শান্তিপূর্ণ সহাবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। আজও তারা অবিচার মেনে নেবে না।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে তিনি বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সুষ্ঠু নির্বাচন জরুরি। জনগণই ভোটের মাধ্যমে মতামত দেবে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এএস








