Logo

নুরের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫, ২৩:৪৪
41Shares
নুরের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৩০ আগস্ট) বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এ কর্মসূচি শুরু হবে। সকালে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিমসহ শীর্ষ নেতারা।

এ ঘটনার আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বহু নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশের পাশাপাশি তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

গোলাম পরোয়ার বলেন, দেশের পরিবর্তনের মুহূর্তে এ ধরনের হামলা ন্যক্কারজনক ও অনভিপ্রেত। একইসাথে তিনি হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD