এনসিপির নেতৃত্বে তিন দলের রাজনৈতিক ও নির্বাচনী জোট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলিতভাবে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা করতে যাচ্ছে।
বিজ্ঞাপন
রবিবার বিকাল চারটায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লক্ষ্যকে সামনে রেখে এই তিন দলকে নিয়ে রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানিয়েছেন, আজকের সংবাদ সম্মেলনে এই জোটের সকল দিক নিয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। রাজনৈতিক সংহতি ও নির্বাচনী প্রস্তুতিকে জোরদার করতেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তিন দলের এই ঐক্য জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে আগামী নির্বাচনের আগে এটি দলগুলোর কৌশলগত অবস্থান শক্ত করার পাশাপাশি ভোটারদের মধ্যে দৃঢ় বার্তা পৌঁছে দেবে।
বিজ্ঞাপন
এদিকে ঐক্যের ঘোষণা উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে বিস্তারিত জানাবেন।








