খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান

টানা ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান হাসপাতালে উপস্থিত হন।
বিজ্ঞাপন
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
দুপুরের পর হাসপাতালের সামনের অংশে বিএনপি নেতাকর্মীদের তেমন ভিড় দেখা যায়নি। কিছু পথচারীকে থমকে তাকাতে দেখা গেছে। যদিও নেতাকর্মীদের উপস্থিতি নেই, নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংবাদমাধ্যম কর্মীরা সেখানে ছিলেন।
বিজ্ঞাপন
গত ১৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)–তে ভর্তি আছেন এবং চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা প্রদান করছেন।
হাসপাতালে তার স্বাস্থ্য পরিস্থিতি এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য নিয়ে বিএনপির পক্ষ থেকে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে।








