Logo

আল্লাহ ছাড়া, নির্বাচন ঠেকানো কারও পক্ষে সম্ভব নয়: সালাহউদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ২৪:২৩
54Shares
আল্লাহ ছাড়া, নির্বাচন ঠেকানো কারও পক্ষে সম্ভব নয়: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারও নেই, শুধুমাত্র আল্লাহ চাইলে তা সম্ভব।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারও নেই, শুধুমাত্র আল্লাহ চাইলে তা সম্ভব।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চললেও আগামী রমজানের আগেই ভোট সম্পন্ন হবে। আর সেই নির্বাচনে পাহারাদারের ভূমিকা পালন করবে দেশের সাধারণ মানুষ।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের জনগণ এখন নির্বাচনের পক্ষে। কেউ এই প্রক্রিয়ার বিরোধিতা করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবিধান ও রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা গণতান্ত্রিক সংস্কারের কাজ করছি। এর মূল উদ্দেশ্য হলো, যাতে ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম না হয়।

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনের পর বিএনপি এসব সংস্কার কার্যকর করবে। তবে যেসব সংস্কার সংবিধান সংশোধন ছাড়াই করা সম্ভব, তা বর্তমান সরকারের এখনই বাস্তবায়ন করা উচিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সৈয়দ আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, সম্মেলনে জেলার ১০ উপজেলা ও ৫টি পৌরসভা মিলিয়ে মোট ১৫ ইউনিটের ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করছেন।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD