আহত নুরকে দেখে যে প্রশ্ন তুললেন মঈন খান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৫ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


আহত নুরকে দেখে যে প্রশ্ন তুললেন মঈন খান
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরের দ্রুত সুস্থতা কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


শনিবার (৩০ আগস্ট) দুপুরে নুরের চিকিৎসার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।


আরও পড়ুন: ঢামেকে আহত নুরকে দেখতে গেলেন বিএনপি নেতা ড. মঈন খান


হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মঈন খান প্রশ্ন তোলেন, “কেন নুরকে হামলা করা হলো?” 


তিনি বলেন, দেশের মানুষ এ হামলা মেনে নিতে পারছে না। নুরের রাজনৈতিক অবস্থান সবসময়ই স্পষ্ট। তার ওপর এভাবে হামলা জনগণ বরদাশত করবে না। এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।


আরও পড়ুন: মেরুন টি-শার্টধারী ব্যক্তির পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান


তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো সম্ভব। নুরুল হক নুর গত ছয় বছরে বহুবার রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন, শুক্রবার রাতের হামলাতেও গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, নুরের ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।


আরও পড়ুন: নুরের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নুরের মাথার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে এবং পরে তাকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে।


হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার মাথা ও নাকে আঘাত থাকলেও অন্তত ৪৮ ঘণ্টা না গেলে শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। বর্তমানে তার জ্ঞান ফিরেছে।


আরও পড়ুন: আল্লাহ ছাড়া, নির্বাচন ঠেকানো কারও পক্ষে সম্ভব নয়: সালাহউদ্দিন


প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ বহু নেতা-কর্মী আহত হন।


এএস