তাহাজ্জুদের সালাত সর্বনিম্ন কত রাকাত পড়া যাবে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

মুসলিম ধর্মালম্বীদের কাছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় অন্যতম একটি নফল ইবাদত। এর ফজিলত ও সওয়াবও অনেক বেশি। এছাড়া ফরজ নামাজের পর তাহাজ্জুদের নামাজ হলো সর্বোত্তম নামাজ। মধ্যরাতের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। আর শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সবচেয়ে উত্তম। এখন পশ্ন হলো তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়, তবে চলুন যেনে নিই
প্রশ্ন: কমপক্ষে কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে হয়? এবং কত রাকাত করে নিয়ত করতে হয়? দুরাকাত নাকি চার রাকাত?
আরও পড়ুন: যে ৪ হাদিসে পবিত্র জুমাবারের ফজিলত বর্ণিত হয়েছে
উত্তর: রাসূল (সা.) কখনো তাহাজ্জুদ নামাজ চার রাকাত পড়তেন, কখনো ছয় রাকাত পড়তেন। কখনো আট রাকাত পড়তেন। কখনো দশ রাকাত পড়তেন। সুতরাং, তাহাজ্জুদের নামাজ ১০ রাকাত পর্যন্ত পড়া রাসূল (সা.) থেকে আমরা সহিহ হাদিসে পাই। এর চেয়ে বেশি পড়া যাবে না, এমন নয়।
যেহেতু এটি নফল নামাজ, তাই যত বেশি পড়া যায়, ততই সওয়াব। তাই ইচ্ছামতো পড়া যায়। সেই সঙ্গে চার রাকাতের কম পড়লে তা তাহাজ্জুদ হবে না, বিষয়টি এমনও নয়। তাই দুই রাকাত পড়লেও তা তাহাজ্জুদ নামাজ হিসাবেই গণ্য হবে। সময় কম থাকলে দুই রাকাত পড়ে নিলেও তাহাজ্জুদ নামাজ পড়া হয়েছে বলে ধর্তব্য হবে।
আরও পড়ুন: তাহাজ্জুদে সিজদা দীর্ঘ করার ব্যাপারে হাদিসে যা বলা হয়েছে
রাতে এবং দিনে নফল নামাজের নিয়ত চার রাকাত করেও করা যায়। এমনিভাবে দুই রাকাত করেও নিয়ত করা যায়, কোনো সমস্যা নেই। তাই তাহাজ্জুদের নামাজ ২ রাকাত অথবা ৪ রাকাতের নিয়ত করে পড়তে পারেন। {ফাতওয়ায়ে শামী-২/৪৫৫, তাবয়ীনুল হাকায়েক-১/১৭২, আল বাহরুর রায়েক-২/৫৩, ফাতওয়ায়ে মাহমুদিয়া-১১/২৮৭}।
এমএল/