ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫


ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম
ছবি: প্রতিনিধি

ফেনী জেলার বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।


শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় তিনি ফুলগাজী উপজেলার দরবারপুর ও শ্রীপুর এলাকার আশ্রয়কেন্দ্র এবং ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।


আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজন কীভাবে গ্রেফতার হলো


এর আগে, ১১ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ফেনী সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় অংশগ্রহণ করেন।


উপদেষ্টার সফরসূচি অনুযায়ী, ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম – তিনটি উপজেলায় বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখার কথা থাকলেও, পরশুরাম উপজেলা সফর বাতিল করা হয়। কারণ, ফেনী-পরশুরাম সড়কের ঘনিয়া মোড়া এলাকায় হাটু পরিমাণ পানি থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তিনি ছাগলনাইয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।


প্রসঙ্গত, টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের ফলে গত মঙ্গলবার মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর ১২টি স্থানে বেরিবাঁধ ভেঙে পরশুরাম উপজেলার ২৫টিরও বেশি গ্রাম প্লাবিত হয়। এতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়।


আরও পড়ুন: ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন, ‘বিমানে বোমা’


অধিকাংশ বসতঘর, সড়ক, পুল-কালভার্ট ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকায়। পরশুরামের সঙ্গে ফেনীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে এলাকাটি কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।



এসডি/