রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার

সারাদেশে ট্রেন চলাচল ধর্মঘট প্রত্যাহার করেছে রেলওয়ের রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে সমঝোতা আলোচনা শেষে ঐক্য পরিষদ এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। 

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কমলাপুর রেল স্টেশনে এক আলোচনা শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘যেসব দাবির কথা উঠেছে তা আমরা সবার সঙ্গে আলোচনা করে সমাধান করবো। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করবো। প্রধানমন্ত্রী ১৯ এপ্রিল আমাকে সময় দিয়েছেন। আমি এবং আমার সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবো। আশা করছি, সব সমস্যার ফয়লাসা আমরা সেদিন করতে পারবো। রানিং স্টাফরা পূর্বের মতো সব সুযোগ সুবিধা পাবেন। তাদের সব দাবি পুরুণ হবে বলে আমি আশা করছি।’

সমাঝোতা আলোচনার পর রেলওয়ের রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘রেলমন্ত্রীসহ প্রশাসনের সবার সঙ্গে আমাদের কথা হয়েছে। উনারা আমাদের দাবি দাওয়াগুলো গুরুত্বের সঙ্গে শুনেছে। সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই আলোচনার প্রেক্ষিতে আমি এখন সবাইকে কাজে যোগদানের জন্য আহবান জানাচ্ছি।’

এর আগে, পুরোনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে সারাদেশে ধর্মঘট পালন করে রানিং স্টাফরা। এতে বুধবার ভোর ৬টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় সারাদেশে অচল অবস্থার সৃষ্টি হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকে শত শত মানুষকে অপেক্ষা করতে দেখা যায়। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

ওআ/