নির্বাচনের সম্ভাব্য সময়ের ধারণা দিলেন সিইসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫


নির্বাচনের সম্ভাব্য সময়ের ধারণা দিলেন সিইসি
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চললেও এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারির শুরুতে, রমজানের আগেই অথবা এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে।


বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিইসি বলেন, “সরকার কিংবা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।”


তিনি আরও বলেন, “আমিও এক্স্যাক্ট ডেট জানি না। তবে ধারণা করছি, নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির শুরু, রমজানের আগে অথবা এপ্রিলের প্রথমদিকে।”


সরকার নির্বাচন-সংক্রান্ত কার্যক্রমে গতি আনতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি। তবে সেই নির্দেশনা নির্বাচন কমিশনের কাছে সরাসরি জানানো হয়নি বলে উল্লেখ করেন সিইসি।


তার ভাষায়, “চ্যালেঞ্জ আছে, কিন্তু নির্বাচন আয়োজন সম্ভব। জনগণ যদি আমাদের সঙ্গে থাকে, কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতিই আমাদের থামাতে পারবে না। আমরা একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।”


উল্লেখ্য, বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে এলেও সরকার ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে। নির্বাচন কমিশনও সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।


আরএক্স/