ভেড়ামারায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে কুটুক্তি ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরন, ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ও ইমাম হত্যা সহ যুবদল নেতা-কর্মী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ভেড়ামারায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, সদস্য সচিব মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিপ্লব মালিথা, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ, সদস্য সচিব নজিমুল হক সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতিয়ার রহমান, সিজার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাব্বি শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম রানা, সদস্য সচিব ওয়াশিম আকরাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রত্যাশা করিম সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল: প্রকাশ্যে টাকা গুনলেন ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া

ভেড়ামারায় গভীর রাতে সন্ত্রাসী তাণ্ডব: বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলা

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু
