দেশের ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: পাঁচ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালী অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আরেক পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে আজ সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন: ১২ ঘণ্টার মধ্যে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
তবে, পঞ্চগড়, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়াও টাঙ্গাইল, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের অবশিষ্টাংশে মৃদু তাপপ্রবাহ বইছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
সতর্কতা: ঝড়ো আবহাওয়া ও ভারী বর্ষণের আশঙ্কায় উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
এসডি/