জুলুমের পরিণতি নিয়ে আজহারীর সতর্কবার্তা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫


জুলুমের পরিণতি নিয়ে আজহারীর সতর্কবার্তা
ফাইল ছবি।

সমাজে ক্রমবর্ধমান অবিচার ও সহিংসতার প্রেক্ষাপটে কোরআন ও হাদিসের আলোকে জুলুমের ভয়াবহ পরিণতি স্মরণ করিয়ে দিলেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।


সোমবার (১৪ জুলাই) দুপুরের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি বলেন, “যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।” — এই বক্তব্যের ভিত্তি হিসেবে তিনি কোরআনের সুরা আশ-শুরার ৪২ নম্বর আয়াত উদ্ধৃত করেন।


স্ট্যাটাসটির সঙ্গে যুক্ত একটি ছবিতে তিনি দুইটি তাৎপর্যপূর্ণ হাদিসও তুলে ধরেন, যা কেয়ামতের দিন জুলুম ও হত্যার বিচার প্রসঙ্গে রাসুলুল্লাহ (স.)-এর সতর্কবার্তা হিসেবে এসেছে।


প্রথম হাদিস (সহিহ বুখারি: ৬৫৩৩): “কেয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার হবে।”


দ্বিতীয় হাদিস (তিরমিজি: ৩০২৯): “কেয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে চুল ও মাথা ধরে নিয়ে আসবে। তার ঘাড়ের রগ থেকে রক্ত বের হতে থাকবে। সে বলবে, ‘হে আমার প্রতিপালক! এ লোক আমাকে হত্যা করেছে।’”


আজহারীর এই পোস্টে সমাজে বর্তমানে ঘটে যাওয়া হত্যা, সহিংসতা এবং অবিচারের ঘটনা সম্পর্কে ধর্মীয়ভাবে সতর্কতা উচ্চারণ করা হয়েছে। তিনি জানান, পৃথিবীতে জুলুম যতই প্রকট হোক না কেন, আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না।


এই বার্তাটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, অনেকেই একে সময়োপযোগী ও হৃদয়স্পর্শী বলে মন্তব্য করেছেন।


আরএক্স/