কোটিপতি হওয়ার সুযোগ দিচ্ছে রূপালী ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫


কোটিপতি হওয়ার সুযোগ দিচ্ছে রূপালী ব্যাংক
ফাইল ছবি।

রূপালী কোটিপতি ডিপোজিট স্কিমের মাধ্যমে রূপালী ব্যাংক পিএলসি। গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ সঞ্চয় প্রকল্প। মাসিক কিস্তিভিত্তিক স্কিমের মাধ্যমে নির্ধারিত সময় পর গ্রাহক হয়ে উঠতে পারবেন কোটিপতি। দীর্ঘমেয়াদি এবং স্থায়ী সঞ্চয় চাহিদার কথা মাথায় রেখেই এই স্কিমটি চালু করেছে রূপালী ব্যাংক পিএসসি।


কোটিপতি ডিপোজিট স্কিমটির মেয়াদ ৮, ১০ ও ১৫ বছর। মাসিক কিস্তির পরিমাণ ২৮ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৫৪ হাজার এবং ৭৪ হাজার টাকা। মুনাফার হার ৮.৫০ শতাংশ। গ্রাহকরা চাইলে মাসের যেকোনো তারিখে কিস্তি জমা দিতে পারবেন এবং অটো-ডেবিট সুবিধাও গ্রহণ করতে পারবেন। প্রতিবার জমার পর মোবাইলে বিনামূল্যে এসএমএস পাবেন।


এই স্কিমে ওভারড্রাফট (ডিও) সুবিধাও রয়েছে, যার মাধ্যমে প্রাথমিক সঞ্চয়ের বিপরীতে প্রয়োজন অনুযায়ী ঋণ নেওয়া যাবে। হিসাবধারীর মৃত্যুর ক্ষেত্রে, মনোনীত ব্যক্তি যথাযথ কাগজপত্র দিয়ে নির্ধারিত অর্থ উত্তোলন করতে পারবেন (প্রি-ম্যাচিওর রুল প্রযোজ্য)।


কোটিপতি ডিপোজিট স্কিমটির হিসাব খোলার জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো সরকারি ছবি সংবলিত পরিচয়পত্র, ২ কপি ছবি এবং মনোনীত ব্যক্তির ছবি। ১৮ বছর বা তার বেশি বয়সী মানসিকভাবে সুস্থ যেকোনো বাংলাদেশি নাগরিক এই স্কিমে অংশ নিতে পারবেন। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক অভিভাবকের সঙ্গে যৌথভাবে হিসাব খোলার সুযোগ রয়েছে।


এসডি/