চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটি উল্টে নিহত ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটি উল্টে নিহত ১
ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাকা রাস্তার উপরে ভুটভুটি গাড়ি উল্টে ১জন নিহত ও ৬জন আহত হয়েছে।


এলাকাবাসী ও নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫জুলাই) গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে ভোর ৫টার দিকে ভুটভুটি যোগে আম পাড়ার জন্য কাকন হাটের উদ্দেশ্যে রওনা হয়।


সকাল ৬টার দিকে নাচোল- আমনুরা রোডে ফুলকুড়ি বাজার নামক স্থানে রাস্তার মাঝে একটি গর্তে সামনের চাকা পড়ে গাড়িটি উল্টে গেলে, চালক গাড়ির নিচে পড়ে মারা যান। গাড়িতে থাকা আম ভাঙ্গা লেভাররা ৬জন আহত হয়েছেন। 


থানা পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চালক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। 


নিহত চালক গোমস্তাপুর উপজেলার আলিনগর (তেলিপাড়া) বাঙাবাড়ি কাউন্সিল এলাকার বলে, সাথে থাকা আহতরা জানান। আহতরা একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে আজিজুল হক (৬০), মুরাদ(৩০), শনি(৩০), বৈজ্যনাথপুর গ্রামের জাহানের ছেলে সেরাজুল (৪০) ও  সাইদুলের ছেলে মারুফ (২০)। 


শনি ও মুরাদের জখম গুরুতর হলে তাদেরকে রামেক হাসপতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে, বলে নিশ্চিত করেছেন নাচোল থানার তদন্ত অফিসার এসআই আতাউর রহমান।



এসডি/