ভারতীয়দের ধরা মাছ বিক্রি করে দিলো বাংলাদেশ 


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫


ভারতীয়দের ধরা মাছ বিক্রি করে দিলো বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় দুটি ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আটক ট্রলার থেকে জব্দ করা ৮ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয়েছে প্রায় ১৭ লাখ ৮২ হাজার টাকায়।


মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত মাছের মধ্যে ইলিশ, বেলে, রূপচাঁদা, ছুরি, চিংড়িসহ ১০ প্রজাতির মাছ ছিল। এসব মাছ মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাত পর্যন্ত স্থানীয় মৎস্য বিভাগের তত্ত্বাবধানে নিলামে বিক্রি করা হয়। মাছ বিক্রির পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।


এর আগে, বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়মিত টহল জাহাজ বঙ্গোপসাগরে সন্দেহজনক দুটি ট্রলার শনাক্ত করে। ট্রলারগুলো পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের ভারতীয় ট্রলার দুটি আটক করা হয়। সেসময় ট্রলার দুটিতে থাকা ৩৪ ভারতীয় জেলেকেও গ্রেপ্তার করা হয়।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মেরিন ফিশারিজ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মোংলা নৌঘাঁটির পেটি অফিসার রেজাউল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আটক ব্যক্তিরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা।


পরবর্তীতে আদালতের নির্দেশে জেলেদের মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।


আরএক্স/