বাজারে সরবরাহ বাড়ায় কমেছে কাঁচামরিচের দাম


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫


বাজারে সরবরাহ বাড়ায় কমেছে কাঁচামরিচের দাম
ফাইল ছবি।

দিনাজপুরের ফুলবাড়ীতে মাত্র ৫ দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমে গেছে। দাম কমার করণে কিছুটা  স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে।


মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ফুলবাড়ী পৌর বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে দেশি কাঁচামরিচের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে কাঁচামরিচ আমদানির খবর এবং দেশি কাঁচামরিচের সরবরাহ বাড়ায় বাজারে দাম হঠাৎ করেই কমে এসেছে।


মাত্র পাঁচ দিন আগে বাজারে দেশি কাঁচামরিচ বিক্রি হয়েছে প্রকারভেদে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে। এখন সেই দাম কমে এসেছে ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে। এতে প্রতি কেজিতে ৫০ থেকে ৬০ টাকার পার্থক্য লক্ষ্য করা গেছে।


পৌর বাজারের সবজি বিক্রেতা আহমেদ কামাল বলেন, ‘সম্প্রতি ভারত থেকে আমদানির খবর পাওয়া মাত্রই মোকামে মজুত করা মরিচ বাজারে ছাড়া শুরু হয়েছে। সরবরাহ বাড়ায় দামও পড়ে গেছে। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে।’


বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় কেবল দেশি কাঁচামরিচ দিয়েই বাজারের চাহিদা মেটানো হচ্ছিল। মৌসুমের শেষদিকে আবহাওয়ার বৈরী পরিস্থিতিতে কিছু ব্যবসায়ী মরিচ মজুত করায় দাম বেড়ে গিয়েছিল। তবে আমদানির খবর বাজারে আসতেই সেই মজুত ছাড়তে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা।


এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বলেন, ‘উপজেলা বাজার মনিটরিং কমিটির পক্ষ থেকে বাজার নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


এসডি/