এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করা বিপুলসংখ্যক শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছে। একই সঙ্গে তারা কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির নিশ্চিয়তা চেয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ের সামনে বিক্ষোভ করে এসব দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে এসব শিক্ষার্থীরা সকালে রাজধানীর বকশিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে। দুপুর ১টার দিকে তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে।
আরও পড়ুন: যেভাবে ফ্রি ইন্টারনেট পাবেন, মেয়াদ কতদিন
শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্রুত একটি সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করতে হবে। যাতে তারা এক শিক্ষাবর্ষও পিছিয়ে না পড়েন। সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং ফলাফল প্রকাশে সময় লাগতে পারে, তাই প্রাথমিকভাবে কলেজে ভর্তি হতে না পারলেও, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন পরবর্তীতে কলেজে ভর্তি হতে পারে, সেই বিষয়ে নিশ্চিত প্রতিশ্রুতি দিতে হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল, তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করাতে হবে। এমসিকিউ (বহুনির্বাচনি) এবং সিকিউ (সৃজনশীল) উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। পৃথকভাবে পাশের বাধ্যবাধকতা তুলে দিয়ে সামগ্রিক মূল্যায়নে পাশ বিবেচনা করতে হবে।
আরও পড়ুন: গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে যা বললো সেনাবাহিনী
শিক্ষার্থীরা জানায়, এ বছর ৬ লাখ ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, যা তাদের ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত হয়।
এমএল/