দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৪১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৪১ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে এক হাজার ৫৪ জন।
শুক্রবার (১৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব: জান্নাত তাবাসসুম
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন এবং অন্যান্য ঘটনায় ৫৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে মোট ১ হাজার ৬৪১ জনকে গ্রেফতার হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অভিযানিক কার্যক্রমে ১টি দেশীয় স্টেনগান, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ ও ২টি এলজি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চীনের ঋণ আসা বন্ধ, বড় ভর্তুকির শঙ্কা
সবশেষে বলা হয়, বিশেষ এই অভিযান চলমান থাকবে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমএল/