চকরিয়ায় এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসউদ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫


চকরিয়ায় এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসউদ
ফাইল ছবি

এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জানিয়েছেন কক্সবাজারের চকরিয়ায় বিএনপির লোকজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে রেখেছেন।


শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।


আরও পড়ুন: সালাহউদ্দিনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য, বিএনপির বিক্ষোভ


সামািজিক যোগাযোগমাধ্যমের পোস্টে হান্নান মাসউদ লিখেছেন, ‘চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছেন। লোহাগড়ায় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। যেমন লীগ গত ১৬ বছর ধরে করছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্য আপনারাও অপেক্ষা করুন।’


এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের জেরে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভায় স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেন।


এমএল/