মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ।
আরও পড়ুন: মহেশপুরে অজ্ঞাত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) নতুনপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ৪৫ মিনিটে নতুনপাড়া বিওপি'র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা জেলার গোয়ালপাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশে তল্লাশি চালায়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ইউএসএ তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অস্ত্র, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা বিজিবির এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে চাই: সিইসি

হাঁসের ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কালিগঞ্জে বিট পুলিশ রাজীবের ছত্রছায়ায় বিষ্ণুপুরে গড়ে উঠেছে ওবায়দুল্লার মাদক সাম্রাজ্য

নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদিকে হত্যা, আটক ২
