নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদিকে হত্যা, আটক ২


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫


নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদিকে হত্যা, আটক ২
ছবি: সংগৃৃহীত

বাগেরহাটের চিতলমারীতে ছোট নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় আলেয়া বেগম (৮০) নামের এক নারীকে হত্যা করেছে দুই যুবক। 


বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত কাওছার বাবনা (২৮) ও আনসার বাবনাকে (২২) আটক করেছে পুলিশ।


আরও পড়ুন: বিএনপি নেতাদের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল


নিহত আলেয়া বেগম ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী। কাওসার ও আনসার একই গ্রামের আসমত বাবনার ছেলে।


নিহত আলেয়া বেগমের ছেলে ভ্যানচালক ফেরদাউস হাওলাদার বলেন, তার দুটি ছেলে ও চারটি মেয়ে। কাওসার বাবনা প্রায়ই তার মেয়েদের যৌন হয়রানি করত। এদিন তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে টিউবয়েলে পানি আনতে যায়। এ সময় কাওসার বাবনা শিশুটিকে জড়িয়ে ধরে। শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এরপর শিশুটির দাদি আলেয়া বেগম ঘটনাস্থলে গিয়ে নাতনিকে যৌন হয়রানির কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আনসার ও কাওসার ইট ও পুতা দিয়ে আলেয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


আরও পড়ুন: জাতীয় হাফেজ পুরস্কারপ্রাপ্ত হাফেজ তৌফিকের রহস্যজনক মৃত্যু


চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, কাওসার বাবনা ও আনসার বাবনা নামের দুই ভাইকে আটক করা হয়েছে। নিহত আলেয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের স্বজনরা কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।


এমএল/