হাঁসের ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৫ পিএম, ২৫শে জুলাই ২০২৫


হাঁসের ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
ছবি: প্রতিনিধি।

বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে হানিফ মুন্সীর হাঁসের ঘর থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি।


স্থানীয় সূত্রে জানা গেছে, অজগরটি হানিফ মুন্সীর হাঁসের ঘরে ঢুকে ৮টি হাঁস মেরে ফেলে এবং এর মধ্যে ৩টি হাঁস গিলে ফেলে। পরে এলাকাবাসীর সহায়তায় ভিটিআরটি সদস্য মো. জাফর আলী খান, মো. হাচান মুন্সী, সাগর হাওলাদার, ওয়াইল্ডটিম এবং বন বিভাগের সদস্যরা যৌথভাবে সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করেন।


উদ্ধারের পর অজগরটিকে নিরাপদভাবে গভীর সুন্দরবনের বনে অবমুক্ত করা হয়।


স্থানীয়রা জানান, সম্প্রতি গ্রামসংলগ্ন বনাঞ্চল থেকে মাঝে মাঝেই বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ছে। তাই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।



এসডি/