রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এনামুল, হনুফা ও অনিক।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যায়। এদের সঙ্গে থাকা অনিক নামে একজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ওআ/