দু'বছর পর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার শোভা বাড়িয়েছেন বি‌দে‌শিরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দু'বছর পর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার শোভা বাড়িয়েছেন বি‌দে‌শিরা

গত দুই বছর ক‌রোনার জন্য পহেলা বৈশাখের কোনো অনুষ্ঠান হয়নি। দুই বছর পরে চারুকলা আ‌য়ো‌জিত প‌হেলা বৈশা‌খের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হলো‌। শোভাযাত্রায় আনন্দচিত্তে অংশ নি‌য়ে‌ছেন হাজা‌রো মানুষ। বাঙালিদের পাশাপাশি এবারের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিদেশিরাও। 

মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে ফ্রা‌ন্সের নাগরিক জাঁ লুইপ প‌রিবা‌রের আরও তিন সদস্য নি‌য়ে এসেছেন। তার স‌ঙ্গে কথা হয় টিএস‌সি‌তে। তিন বছর ধরে বাংলাদেশে রয়েছেন তিনি। কাজ ক‌রেন ফরা‌সি দূতাবা‌সে। 

ভাঙা ভাঙা বাংলায় তিনি বলেন, ‘শুভ নতুন বর্ষ। মজা হ‌চ্ছে। অনেক মানুষ। সবাই খুব ভা‌লো, মজার। ধন্যবাদ।’

সন্তানকে নিয়ে শোভাযাত্রায় এসেছেন তুর‌ষ্কের এক মা। মানুষের স্বতষ্ফূর্ত অংশগ্রহণ দে‌খে তি‌নি মুগ্ধ। হা‌সি মুখে বল‌লেন, ‘দারুণ সুন্দর। ভা‌লো সব। মজা লাগ‌ছি।

লোকজ সংস্কৃতিকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রা সাজানো হয়ে‌ছে টেপা পুতুল, পাখাওয়ালা মাছ, ঘোড়া ও পাখিসহ বিভিন্ন প্রতিকৃতি দি‌য়ে। এর বাইরেও শোভাযাত্রায় অংশ নেওয়া হাজা‌রো মানুষের হাতে ছিল বিভিন্ন রকমের পুতুল, মুখোশ ইত্যাদি।

মঙ্গল শোভাযাত্রায় বিদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বৈষম‌্যমুক্ত বাঙালি হৃদয়ের পরিচয় বহন করে।

জি আই/