রংপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিজিবির দ্রুত উদ্ধার অভিযানে রক্ষা পেল বহু প্রাণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস রংপুর সেক্টর গেইট সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে রংপুর-পঞ্চগড় মহাসড়কে আনাস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৩) একটি বাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাস ও অটোরিকশাটি নির্মাণাধীন রাস্তায় খোঁড়া গর্তে পড়ে যায় এবং অটোরিকশাটি সম্পূর্ণরূপে বাসের নিচে চাপা পড়ে।
দুর্ঘটনার শব্দে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় রংপুর সেক্টর গেইটে কর্তব্যরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা স্থানীয় জনসাধারণের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। আহত অটোচালকসহ বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় অন্তত ১৫-২০ জন বাসযাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে ঘটনাস্থলে ছুটে আসেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সেলিম আলদীন, পিএসসি। তিনি বিজিবির ২ প্লাটুন সদস্যসহ উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং মহাসড়কে ট্রাফিক স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। পুলিশ প্রশাসনের সহযোগিতায় ২টি ক্রেন এনে দুর্ঘটনা কবলিত বাসটি গর্ত থেকে উদ্ধার করা হয়।
বিজিবি আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং একজন গুরুতর আহত ব্যক্তিকে নিজস্ব যানবাহনে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে ভর্তি হওয়া দুই যাত্রীর কাঁধ ও পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।
উদ্ধারকৃত মালামাল যাত্রীদের কাছে হস্তান্তর করে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাকে থানায় পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক এবং মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে।
আরএক্স/