অপবাদ নয়, মানুষের ভালোবাসাই সান্টুর পরিচয়
বশির হোসেন খান
প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

রাজনীতিতে যেমন আদর্শের লড়াই থাকে, তেমনি অনেক সময় থাকে হিংস্র কুৎসার তীর। কিন্তু সত্যিকারের নেতারা দাঁড়িয়ে থাকেন সেই ঝড়ের মুখেও। বরিশালের রাজনীতির এমনই এক অবিচল, পরীক্ষিত ও গণমানুষের প্রিয় মুখ সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। যার বিরুদ্ধেও সম্প্রতি ছুড়েছে একটি কুচক্রী মহল অপপ্রচারের তীর।
কথিত পত্রিকায় প্রকাশিত একটি ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের মাধ্যমে চেষ্টা করা হয় এই ত্যাগী নেতাকে প্রশ্নবিদ্ধ করতে। সংবাদে দাবি করা হয় সান্টু ভাই “১০ লাখ টাকা দিয়ে বিএনপি করেন”! এমন হাস্যকর ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যে বিস্মিত পুরো বরিশালবাসী।
কি বলেছিলেন সান্টু সরদার?
যে বক্তব্য বিকৃত করে ছাপানো হয়েছে, তার মূল রূপ ছিল একদম স্বচ্ছ ও দলীয় দায়িত্ববোধে ভরা দলের দুর্দিনে আমি শুধু উজিরপুর–বানারীপাড়া বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের পাশে ছিলাম না, বরং ম্যাডামের নির্দেশে জেলার ও কেন্দ্রীয় নেতাদের পাশেও থেকেছি। এই বক্তব্যে এক ফোঁটা অসংলগ্নতা নেই। অথচ উদ্দেশ্যমূলক বিকৃতি করে তাকে ‘টাকার বিনিময়ে দল করানো’ নেতায় পরিণত করার অপচেষ্টা চলছে।
আরও পড়ুন: এক অনন্য প্রেরণা তারেক রহমান
সাংবাদিকতার নামে চক্রান্ত
জনগণের প্রশ্ন পত্রিকাটি কাদের হয়ে কাজ করছে? কেন একজন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, দানবীর, গণমানুষের নেতার বিরুদ্ধে এমন কুৎসিত অপপ্রচার? বিএনপির মতো আদর্শিক দল কখনো অর্থের বিনিময়ে নেতৃত্ব দেয় না। সান্টু সরদার রাজনৈতিক পরিচয় কোনো চিঠি বা চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা ছড়িয়ে আছে মানুষের হৃদয়ে।
প্রতিবাদে মুখর স্থানীয় নেতাকর্মীরা
উপজেলা বিএনপি নেতা সাহিন হাওলাদার বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সান্টু সরদারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে নেমেছে। কিন্তু বরিশালের মানুষ জানে কে প্রকৃত নেতার সংজ্ঞা আমরা তাদের ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে দেব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সাংবাদিকতার নামে যারা ভাড়াটে অপপ্রচার চালাচ্ছে, তাদের মুখোশ উন্মোচনের সময় এসেছে।জনতার নেতা, জনতার দাবি সান্টু সরদারকে সংসদে চাই।
আরও পড়ুন: ষড়যন্ত্রের মুখে বিএনপি, গণতন্ত্র রক্ষায় লড়াই অব্যাহত: জয়নুল আবদিন ফারুক
চলতি বছরের শুরু থেকেই উজিরপুর–বানারীপাড়ার তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে একটাই কথা-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরাই আমাদের প্রার্থী চাই। সান্টু সরদারকে সংসদে চাই। দলের দুঃসময়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, রাজপথে থেকেছেন, সর্বস্ব দিয়ে দল ও মানুষের পাশে থেকেছেন—সময় এসেছে তাকে সম্মান জানানোর।
ষড়যন্ত্রকারীদের জন্য ওপেন চ্যালেঞ্জ
সান্টু সরদারকে যারা হেয় করতে চান, তাদের প্রতি স্পষ্ট বার্তা হলো- উজিরপুর–বানারীপাড়ার যেকোনো ইউনিয়নে এসে একটি মিটিং ডাকুন। দেখা যাবে কার পাশে মানুষ থাকে, কার পাশে চেয়ার ফাঁকা থাকে।
সত্যের শক্তি, জনতার ভালোবাসা
সান্টু সরদার কোনো কাগুজে নেতা নন। তিনি মাঠের নেতা, ত্যাগের নেতা, মানুষের নেতা। চার দশকের বেশি সময় তিনি সাধারণ মানুষের জন্য, দলের জন্য, আদর্শের জন্য লড়াই করেছেন। আজ এই চরিত্র হননের রাজনীতি তার গায়ে লাগবে না কারণ মানুষ জানে সত্য কি? রাজনীতি যেখানে সেবা, নেতৃত্ব যেখানে ত্যাগ—সেখানে সান্টু সরদারের নাম ইতিহাস হয়ে থাকে। অপপ্রচারে তাকে থামানো যাবে না। সত্য, সময় ও জনতার ভালোবাসাই হবে চূড়ান্ত জবাব।
এমএল/