ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৩১ জন রোগী।
শনিবার (২৬ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিভাগভিত্তিক রোগী ভর্তি:
- বরিশাল বিভাগ: ১৩২ জন
- চট্টগ্রাম বিভাগ: ৩০ জন
- ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৭৩ জন
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ২৮ জন
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ৪৭ জন
- খুলনা বিভাগ: ১৮ জন
- ময়মনসিংহ বিভাগ: ৩ জন
অন্যদিকে, একই সময়ে সারা দেশে ২৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৭,৬৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে ডেঙ্গু পরিস্থিতির আপডেট দিচ্ছে। নাগরিকদের সচেতনতা এবং সহযোগিতাই পারে এই রোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখতে।
আরএক্স/