ডেঙ্গুর ছোবল বাড়ছে, ১ ‍দিনে ৩১৭ জন আক্রান্ত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৫ পিএম, ৬ই জুলাই ২০২৫


ডেঙ্গুর ছোবল বাড়ছে, ১ ‍দিনে ৩১৭ জন আক্রান্ত
ফাইল ছবি।

দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন রোগী। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৯৪ জন, অর্ধেকই বরিশাল ও চট্টগ্রামে


রবিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


প্রতিবেদনে বলা হয়, এ সময় বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ১২৭ জন। এর মধ্যে বরগুনা জেলায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। শুধুমাত্র এই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।


বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জন, এবং মৃত্যুর সংখ্যা ২৮ জন।


চলতি বছর এখন পর্যন্ত দেশে ১২ হাজার ২৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের।


আরও পড়ুন: জুনে করোনা ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, মৃত্যুর সংখ্যা ৪১


উল্লেখ্য, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও ভয়াবহ — আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু ১ হাজার ৭০৫ জন।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে মশার প্রজনন বৃদ্ধি পায়, বিশেষ করে জমে থাকা পানিতে। তাই প্রতিটি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং নিয়মিত মশারি ও মশকনাশক ব্যবহার করাই এখন সবচেয়ে জরুরি।


এসডি/