বাঙলা কলেজে ‘জুলাই অলিম্পিয়াড ২০২৫’: ইতিহাসচর্চার প্রাণবন্ত আয়োজন!


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫


বাঙলা কলেজে ‘জুলাই অলিম্পিয়াড ২০২৫’: ইতিহাসচর্চার প্রাণবন্ত আয়োজন!
ছবি: প্রতিনিধি।

রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল জুলাই অলিম্পিয়াড ২০২৫ একটি ব্যতিক্রমধর্মী ইতিহাসভিত্তিক প্রতিযোগিতা। 


রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সরকারি বাঙলা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ আয়োজনে অংশ নেয় প্রায় ৫০০ শিক্ষার্থী।


এক ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতায় ৫০ নম্বরের প্রশ্নপত্রে যার প্রশ্ন ছিলো ২০২৪ এর ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’কে কেন্দ্র করে। আয়োজকদের ভাষ্য মতে, তরুণ প্রজন্মের মাঝে ইতিহাসচর্চা বাড়ানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রথম স্থান অর্জন করেন এস এম মঈন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মাহিম এবং ফারহানা আহমেদ লিজা।


বাকি বিজয়ীদের মধ্যে চতুর্থ স্থান পান বাঁধন কুমার বিশ্বাস, পঞ্চম রুবেল মিয়া, ষষ্ঠ নাজমুল ইসলাম সাকিব, সপ্তম মিজানুর রহমান, অষ্টম তানজিলা আক্তার, নবম সাইফুল্লাহ আল মারুফ এবং দশম হন রাকিব মিয়া।



পুরস্কার: প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার—প্রথম স্থান অধিকারী পান একটি ল্যাপটপ, দ্বিতীয় বিজয়ী পান স্মার্টফোন এবং তৃতীয় স্থান অধিকারী পান স্মার্টওয়াচ। চতুর্থ থেকে দশম স্থান অধিকারীরা পেয়েছেন নগদ অর্থ ও সনদ।


অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসচিব জাহিদ আহসান বলেন, “আমরা এমন এক শিক্ষাব্যবস্থা চাই যেখানে একজন শিক্ষার্থীকে পড়াশোনার সময় চাকরি করতে না হয়। রাষ্ট্র ৫ বছরের জন্য ঋণ দেবে, যাতে সে পড়াশোনায় মনোযোগী হতে পারে এবং পরবর্তীতে চাকরি পেয়ে সেই ঋণ শোধ করবে।” তাঁর এই বক্তব্য শিক্ষার্থীদের মনে বেশ সাড়া ফেলে।


আয়োজকেরা বলেন, “ইতিহাস শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলেই চলে না। তা হৃদয়ে ধারণ করতে হয়। তরুণ প্রজন্ম যদি ইতিহাস জানে, তাহলে তারা দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।” এই অলিম্পিয়াডকে ঘিরে ক্যাম্পাস জুড়ে তৈরি হয় এক অনন্য বুদ্ধিবৃত্তিক পরিবেশ।

 

এসডি/