ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন সরকারি বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যাত্রা শুরু প্রথমবারে এই বিশ্ববিদ্যালয়ে থাকছে সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের জন্য আবেদন করার সুযোগ। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ আগস্ট। গতকাল ২৮ শে জুলাই রাতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ আগস্ট দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, যা শিক্ষার্থীরা সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যে কোনো শাখায়, অথবা ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ফিনান্সিয়াল সেবার মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
আবেদনের যোগ্যতা:
আবেদনের জন্য শিক্ষার্থীদের ২০১৯-২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি/সমমান পাস করতে হবে। শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, এবং ব্যবসায় শিক্ষা—এই তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত ইউনিটভিত্তিক যোগ্যতা, আসন ও বিস্তারিত নির্দেশিকা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, যেসব শিক্ষার্থী পূর্বে ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সেই আবেদনগুলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য গ্রহণযোগ্য হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তারা আবেদন ফির অর্থ ফেরত পাবেন।
আবেদনকৃত ওয়েবসাইট থেকে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং ২০ আগস্ট পরীক্ষার আসন বিন্যাস দেখে নিতে পারবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি শিফটে:
২২ আগস্ট (শুক্রবার), বিকেল ৩টা - ৪টা: কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট।
২৩ আগস্ট (শনিবার), সকাল ১১টা - দুপুর ১২টা: বিজ্ঞান ইউনিট।
২৩ আগস্ট (শনিবার), বিকেল ৩টা - ৪টা: ব্যবসায় শিক্ষা ইউনিট।
আসন সীমিত, থাকবে নেগেটিভ মার্কিং ও দ্বিতীয়বারের সুযোগ!
ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে এবং সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তবে এবার আসন সংখ্যা তুলনামূলকভাবে যৌক্তিক হারে কমানো হচ্ছে, যাতে গুণগত শিক্ষার্থীদের বাছাই করা যায়।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ—এই সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত (প্রস্তাবিত) নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নতুন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ কার্যকর না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও গঠিত অন্তর্বর্তী প্রশাসনের অধীনে।
এসডি/