মশুরীখোলা দরবার শরীফের গদ্দীনিশীন পীর সাহেবের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন পীর সাহেব, হযরত মাওলানা শাহ্ মুহাম্মাদ আহছানুজ্জামান (মা:জি:আ) মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে মুরিদ ও অনুসারীদেরকে দ্বীনি শিক্ষা, আধ্যাত্মিক দিকনির্দেশনা এবং সমাজ সংস্কারে অনন্য ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর ইন্তেকালে এলাকাবাসী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পীর সাহেবের জানাজা আগামীকাল সকাল ১১টায় মশুরীখোলা শাহ সাহেব বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় অংশগ্রহণ করে মরহুমের জন্য দোয়া করার জন্য আহ্বান জানানো হয়েছে পরিবার ও দরবার শরীফের পক্ষ থেকে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিভিন্ন ইসলামি সংগঠন ও স্থানীয় বিশিষ্টজনেরা।
আরএক্স/