জাতীয় সরকারের প্রস্তাবনা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয়: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩২ পিএম, ৩১শে জুলাই ২০২৫

জুলাইয়ের অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠনে প্রস্তাবনা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই প্রস্তাবে সম্মতি দেননি বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি বলেছেন ছাত্রদের পক্ষ থেকে জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা তারা পাননি—এটি সত্য নয়। ৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ের পর তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আমরা জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দিয়েছিলাম।”
তারেক রহমান ওই প্রস্তাবে সম্মত না হয়ে নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শ দেন বলে উল্লেখ করেন নাহিদ। তিনি বলেন, “আমরা তখন ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করেছিলাম।”
তিনি জানান, ৭ আগস্ট ভোরে বিএনপি মহাসচিবের বাসায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা হয়। এরপর আরেক দফা বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যদের তালিকা নিয়েও তারেক রহমানের সঙ্গে মতবিনিময় হয়।
নাহিদ ইসলাম তার পোস্টে জামায়াত-শিবির সংশ্লিষ্টতা নিয়ে দেওয়া কয়েকটি সাম্প্রতিক মন্তব্যকে ‘মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্রশক্তি গঠিত হয়েছে ঢাবির ‘‘গুরুবার আড্ডা’’ পাঠচক্র, ছাত্র অধিকার এবং জাবির একটি স্টাডি সার্কেলের যৌথ প্রয়াসে। শিবিরের সঙ্গে যোগাযোগ থাকলেও তারা রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল না।
এছাড়া তিনি অভিযোগ করেন, ২ আগস্ট রাতে একটি গোষ্ঠী সামরিক বাহিনীর একাংশকে দিয়ে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছিল। ছাত্রনেতাদের ওপর চাপ প্রয়োগ করে একতরফা ঘোষণা দেওয়ারও চেষ্টা চালানো হয়। তবে আন্দোলনের মূল নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও গণতান্ত্রিক পন্থায় সামনে এগিয়ে যাওয়ার পক্ষেই ছিল।
সবশেষে নাহিদ ইসলাম বলেন, “কারা ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা করতে চাইছে, সেটা সময়ই বলবে। তবে মিথ্যার উপর বেশিদিন টিকে থাকা যায় না। তারাও টিকবে না।”
আরএক্স/