বিএনপির নির্বাচন দাবির যৌক্তিকতা এখন প্রমাণিত: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ৩১শে জুলাই ২০২৫

গত বছরের ৭ আগস্ট বিএনপির পক্ষ থেকে তিন মাসের মধ্যে নির্বাচনের যে দাবি তোলা হয়েছিল, এখন তা বাস্তবতা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তখন অনেকে আমাদের সমালোচনা করেছিল, কিন্তু এখন সেই দাবির যৌক্তিকতা প্রমাণিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “মৌলিক সংস্কার করে লন্ডন বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়, তাহলে জনগণের মধ্যে থাকা দ্বিধা কেটে যাবে।”
তিনি বলেন, “সরকার একটি ম্যাজিকাল দেশ বানাতে চায়। কিন্তু সেই পরিবর্তন জনগণের ভেতর থেকে আসতে হবে। সরকারের মধ্যে সেটির কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।”
সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন, “এত জটিলতার মধ্যেও ১২টি বিষয়ের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। বাকি বিষয়গুলো নিয়েও আমরা আশাবাদী।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি বোঝাপড়ার আহ্বান জানিয়ে বলেন, “পারস্পরিক বোঝাপড়া না হলে তিক্ততা তৈরি হবে। সবাই যাতে কথা বলতে পারে, সে জন্য একটা সীমা থাকা উচিত।”
আরএক্স/