দরজা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলি
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:১৯ পিএম, ২রা আগস্ট ২০২৫

চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার উত্তর মোহরা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী ইউনুস।
শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উত্তর মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন, কয়েকদিন ধরে একটি চক্র ইউনুসের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার (১ আগস্ট) রাতে ৪-৫ জনের একটি দল তার বাসায় হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউনুস ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্কিত হয়ে পড়ে।
এ বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। হামলাকারী কারা এখনো শনাক্ত হয়নি।’
তিনি আরও বলেন, ‘ আমাদের টিম হামলার সঙ্গে জড়িতদের ধরতে ও শনাক্ত করতে কাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নেমেছে।’