চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০১ পিএম, ২রা আগস্ট ২০২৫

কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে হত্যার মামলার এক আসামিকে মুখোশপরিহিত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
নিহত যুবকের নাম মোহাম্মদ সুহায়েত (৪০)। তিনি বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, বদরখালী বাজার থেকে সুহায়েত কয়েকজন লোকের সঙ্গে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। তিনি আজমনগর স্কুলের সামনে এলে পিছন থেকে ৪-৫ জন মুখোশধারী লোক ব্যাটারিচালিত দ্রুতগামী অটোরিকশায় করে এসে,সুহায়েতকে লক্ষ্য করে থেকে গুলি ছুড়েন। তখন মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে যান সুহায়েত। তার সঙ্গে থাকা স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে দেখেন, যে সুহায়েত রাস্তায় পড়ে আছে।
এ সময় দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখে সঙ্গে থাকা লোকেরা ধাওয়া করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যান বলে জানা যায়।
পরে স্থানীয়রা চকরিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয় লোকজন দুর্বৃত্তদেরকে চিহ্নিত করতে পারেনি।
নিহত ব্যাক্তি হত্যাসহ চারটি মামলার আসামি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘পুলিশ টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সেইসঙ্গে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ টিম ঘটনার তথ্য উদঘাটনে কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।