রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে আমাদের বিপদ আছে: এ্যানি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০২ পিএম, ২রা আগস্ট ২০২৫

শাহবাগে ‘জুলাইযোদ্ধাদের’ পক্ষে ও বিপক্ষে সংঘর্ষের ঘটনায় ব্যথিত ও হতাশা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশের সব মানুষই জুলাইযোদ্ধা। কিন্তু যদি কিছু ব্যক্তি এই পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমাদের ব্যথিত করে, তাহলে ফ্যাসিবাদীরা সুযোগ পাবে।
শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আমি-আপনি-আপনারা—সবাইই জুলাইযোদ্ধা। কিন্তু কিছু সংখ্যক মানুষ যদি এই নামে অপকর্ম করে, আমাদের বদনাম করে, তাহলে আমাদের কষ্ট পেতে হয়। এ সুযোগেই ফ্যাসিস্ট শক্তি মাথা তোলে। আমরা সবাই মিলে আন্দোলন করলাম, গুম-খুন সহ্য করলাম, হেলিকপ্টার থেকে শিশু পর্যন্ত হত্যার শিকার হলো, হাসিনা পালিয়ে গেল। কিন্তু মাত্র এক বছরের মাথায় যদি আমরা ঐক্য ধরে রাখতে না পারি, তাহলে মানুষ সেটি ভালোভাবে নেবে না।”
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সামনে আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। আবারও অত্যাচার-নিপীড়ন নেমে আসবে। আমি-আপনি নির্যাতিত হলে সেটা এক কথা, কিন্তু সাধারণ মানুষ কেন আমাদের ভুলের কারণে নিপীড়নের শিকার হবে? তাই আসুন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই। নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাই।”
হাসিনার বিচার প্রসঙ্গে এ্যানি বলেন, “হাসিনার সরাসরি নির্দেশে দেশে গুম-খুন হয়েছে। হেলিকপ্টার থেকে পর্যন্ত মানুষ হত্যা করা হয়েছে। তার শাসনামলে হাজার হাজার মানুষ রক্তাক্ত হয়েছে। তাকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। যদি অন্তর্বর্তী সরকার এই বিচার করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের সরকার গঠিত হলে এই বিচার হবে। সেই সরকার গঠন করবে বিএনপি, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।”
সভায় সভাপতিত্ব করেন লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।
আরএক্স/